Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে ধুবিল ইউনিয়নের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রয়ের প্যাকেট নমুনা ও তালিকা প্রস্তুত ।
বিস্তারিত

আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে ধুবিল ইউনিয়নের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রয়ের প্যাকেট নমুনা ও তালিকা প্রস্তুত ।

ছোলা, চিনি, মসুর ডাল ইত্যাদি পণ্যের ২ কেজির খালি প্যাকেটের বিবরণ

  • ছোলা, চিনি, মসুর ডাল ইত্যাদি খাদ্য পণ্য সাধারণত Low-Density Polyethyne (LDPE) ও High Density Polythyne (HDPE) ব্যাগে প্যাকেট করা হয়। বাজারে এই দুটি ব্যাগ সাধারণত LDPE ও HDPE ব্যাগ নামে পরিচিতি। LDPE ব্যাগ সাধারণ তুলনামূলক একটু নরম (Soft) ও HDPE শক্ত (Hard) ধরণের হয়। এই দুটি ব্যাগ সমূহ সাধারণত কেজিতে বিক্রয় হয়।  ব্যাগের পূরুত্ব (Thickness) ও আকার (Size) এর উপর ভিত্তি করে কেজিতে কতটি ব্যাগ হয় তার উপর নির্ভর করে। তবে, HDPE ব্যাগ তুলনামূলক পাতলা হওয়ায় কেজিতে LDPE ব্যাগের চেয়ে বেশি হয়। তাই HDPE ব্যাগ তুলনামূলক অনেক সাশ্রয়ী। এই ধরণের ব্যাগের পুরুত্ব Micron (মাইক্রন) এবং Millimeter (মিলিমিটার) দ্বারা পরিমাপ করা হয়।
  • উৎপাদনকারী, দোকানদার HDPE ব্যাগ Micron (´) এবং Millimeter (mm) (1mm =1000 ´) উভয় ভাবেই বিক্রয় করে। ক্রয়-বিক্রয়ের সময় মাইক্রন বললে ব্যাগের দুই পার্ট মিলেই মাইক্রন হিসেবে বিক্রয় করে। যেমন ৭০ মাইক্রনের ব্যাগ চাওয়া হলে দুই পার্ট মিলেই ৭০ মাইক্রন দোকানদার বুঝে থাকে। আবার ০.০০৭ এমএম বললে দোকানদাররা ধরে নেই দুই পার্ট মিলেই ০.০০৭ এমএম হবে। অর্থাৎ ব্যাগের দুই পার্টের যোগ করলে ৭০ মাইক্রন বা ০.০০৭ এমএম।
  • ২ কেজি ছোলা, চিনি, মসুর ডাল ইত্যাদি খাদ্য পণ্য প্যাকেট করার জন্য HDPE আদর্শ (Standard) ব্যাগের সংক্ষিপ্ত Specefication, বাজার মূল্য, প্রাপ্তি স্থান নিম্নে প্রদান করা হলঃ

১। HDPE ব্যাগের Specefication

(i) আকার (Size): ১০×১৫ ইঞ্চি (10×15")

(ii) পূরুত্ব (Thickness): ৭০ মাইক্রন (70 Micron) বা ০.০০৭ এমএম

(iii) ব্যাগের সংখ্যা (Number of Bags): প্রতি কেজিতে ১৫০°২ টি (কেজিতে সাধারণত      ১৪৮-১৫২টি ব্যাগ হয়)

(iv) ব্যাগের উপর ছাপ (Print on Bag): এক রং (Single Collor)

 

২। বাজার মূল্য:  চাহিদা, সরবরাহ এবং সরবরাহ সময়ের উপর ভিত্তিতে ব্যাগের মূল্য নির্ধারিত হয়। সাধারণত এক রং (Single Collor) প্রিন্ট সহ প্রতি কেজি HDPE ব্যাগের মূল্য ১৯০-২৩০/- টাকা। ক্ষেত্র বিশেষে মূল্যের কিছুটা হ্রাস-বৃদ্ধি হতে পারে।

 

৩। প্রাপ্তি স্থান: ঢাকা শহরের চক বাজার এই ব্যাগের পাইকারী বাজার। এছাড়া দেশের বিভিন্ন জেলা শহরে পাওয়া যায়।

 

৪। ব্যাগের ছাপ: টিসিবি’র মনোগ্রাম যুক্ত Print এর নমুনা পৃথক ভাবে ২য় পাতায় দেয়া হয়েছে।

 

  • Specification কম/বেশি হতে পারে তবে, ব্যাগের Print অপরিবর্তিত থাকবে। ব্যাগের একদিকে Print হবে।

(ii) ব্যাগের Print এর Soft Copy (সংযুক্ত)।

ব্যাগের নমুনা ডাউনলোড
ব্যাগের প্রিন্ট নমুনা কপি (PNG) ডাউনলোড
ব্যাগের প্রিন্ট নমুনা কপি (সফটকপি) ডাউনলোড
ব্যাগের প্রিন্ট নমুনা কপি (JPG) ডাউনলোড
ডাউনলোড
প্রকাশের তারিখ
08/03/2022
আর্কাইভ তারিখ
10/03/2022