ঝাউল মাদ্রাসাটি ঐতিহাসিক মাদ্রাসা নামে পরিচালিত। পুরা ধুবিল ইউনিয়নের লোক সমাজের মানুষকে ডেকে বলা হয়। গ্রাম লোক সামাজের সবার উদ্যোগে ছোট্র একটি মাটির ঘরে ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে পড়াশোনা শুরু করা হয়।তার পর টিনশেড ঘর বানানো হয় কিন্তু ঘরটি নদীর ধরে হলে আমাদের স্কুলটি সরবোনেশা বাঙ্গনের হাত থেকে বাসতে পারিনি। অবশে গ্রামের সবাইতে ডেকে বলা হয় এবংপরামর্শ করে এমপি/চেয়ারম্যারকে ডেকে বলা হয় যে আমাদের আর কোন পথনেই । তখন এমটি বলেন আমি খমতাই আসলে জায়গাসহ দোতলা স্কুল দেব কিন্তু গ্রামের লোকজন বলে আপনি খমতায় গেলে দিতে হবে না গেলে দিতে হবে তখন এমপি করা সুযোগ দেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস