Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

একনজরে ধুবিল ইউনিয়ন

১.আয়তন :- ১০.৩৪ বর্গ মাইল

  আয়তন:- ১৬.৭৫ কি:মিটার

২.ওয়র্ডের সংখ্যা:- ৯টি

৩.মহিলা আসন :- ৩টি

৪.মৌজা :- ১৭ টি

৫.গ্রাম:- ১৭টি

৬. বিদ্যুত তায়িত গ্রাম :- ১৪টি

৭. মোট  জমির পরিমান :- ৬৬৬০ একর

৮. আবাদী জমি :- ৫০০০ একর

৯. অনাবাদী জমি:- ১৬৬০ একর

১০. সেচ যোগ্য :- ৪৩০০ একর

১১. সরকারী প্রাথমিক বিদ্যালয় :- ০৮টি 

১২. বে:সরকারী বিদ্যালয় :- ১২টি

১৩. নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় :- ১টি

১৪. উচ্চ বিদ্যালয়                       :- ২টি

১৫. ফাজিল সিনিয়র মাদ্রাসা :- ১টি

১৬. দাখিল মাদ্রাসা

১৭. এবতেদায়ী মাদ্রাসা :- ২টি

১৮. ফোরকানিয়া মাদ্রাসা :- ২১টি

১৯. হাফিজিয়া মাদ্রাসা  :-২টি।

২০. মসজিদ :-৫২টি।

২১. মন্দির :-৪টি ।

২২. গভীরনকূপ :-২৫টি।

২৩. অগভীরনকূপ :-৬৫৯টি।

২৪. ভূমি অফিস :-২টি।

২৫. ডাকঘর :-২টি।

২৬. ব্যাংক :-১টি।

২৭. কমিউনিটি মেন্টার :-১টি।

২৮. খোয়ারের সংখ্যা :- ৬টি।

২৯. কাচা রাস্তা :- ৭২ কি.মি।

৩০. পাকা রাস্তা এল জি ইডি :- ১০ কি.মি।

৩১. পাকা রাস্তা জেলা পরিষদ :-১ মাইল।

৩২. দাতব্য চিকিৎসায়ল :-১টি।

৩৩. পরিবার কল্যাণ কেন্দ্র :- ১টি।

৩৪. কমিউনিটি ক্লিনিক :- ৫টি।

৩৫. হাট বাজার অনুমোদন :-১টি।

৩৬. হাট বাজার অনমোদিত :-৪টি।

৩৭. ভি,জি, ডি প্রকল্পের সুবিধা ভোগীর সংখ্যা :-১৫৫জন।

৩৮. খাস পুকুর মৎস চাষ ভোগী :- ৯টি।

৪০:- মজা পুকুর :- ২টি।

৪১. ইউনিয়ন পরিষদের মাসিক সভার তারিখ প্রতি ইংরেজী মাসের ২১ তারিখে ।

৪২. ভোট কেন্দ্রের সংখ্যা :- ৯টি।

১৭ টি গ্রামের নাম ও মৌজার নাম

১. ধুবিল কাটার মহল

২. ধুবিল মেহমানশাহী

৩. মালতীনগর

৪. ঝাউল

৫. বেতুয়া

৬. আমশড়া

৭. ইছিদহ

৮. নৈপাড়া

৯. সাতকুর্শী

১০. চকদাদ পুর

১১. গোপীনাথ পুর

১২. শ্যামের ঘোন

১৩. চক ঘুঘাট

১৪. চৌধুরি ঘুঘাট

১৫. উত্তর পাড়া ভরমোহনী

১৬. খারিজা ঘুঘাট

১৭. চুনিয়া খাড়া